রাজনৈতিক মতবিরোধ থাকলে সাধারণত আলোচনা এবং বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। গোটা বিশ্বে রাজনীতির আঙিনায় এমনটাই দস্তুর। কিন্তু ব্রাজিলে দুই নেতার মতবিরোধ শেষমেশ বক্সিং রিংয়ে ঘুষোঘুষি এবং লাথালাথির মধ্য দিয়ে সমাধান হল।

বক্সিং রিংয়ে দস্তানা পরে রীতিমতো বক্সারের সাজে হাজির হয়েছিলেন ব্রাজিলের বোরবা শহরের মেয়র সিমাও পিক্সোতে এবং প্রাক্তন কাউন্সিলর তথা বিরোধী দলনেতা আলভাস ডা সিলভা। গত সেপ্টেম্বরে কাউন্সিলর সিলভা শহরে ওয়াটার পার্ক নিয়ে মেয়রের ব্যর্থতার প্রশ্ন তুলে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মেয়র।-সংবাদ সংস্থা

এখন সময়/শামুমো