সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে পাকিস্তান। শনিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৮ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বাবার আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাবরের তৃতীয় শতক। শুধু নিজের নয়, গোটা দলের পারফরম্যান্সে খুশি বাবর।

ম্যাচ শেষে বাবর বলেন, ‘দলের পারফরম্যান্সে আমি খুব খুশি। শুরুর দিকে পেসারদের জন্য সহায়ক ছিল, মুভমেন্ট ছিল। আমি আর রিজওয়ান একটু দেখে খেলেছি তখন, জুটি গড়েছি। রিজওয়ান আউট হওয়ার পর ইফতিখার আর আমি শেষ করেছি। আমি চেয়েছি শেষ পর্যন্ত থাকতে, আমরা শেষ পাঁচ ওভার ব্যবহার করে বড় পুঁজি পেয়েছি।’

বোলারদের নিয়ে বাবর বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। আমাদের কিছু অভিজ্ঞ ও কিছু তরুণ বোলার আছে। ডেথে জামান দুর্দান্ত। দারুণ কিছু পেসার আছে, তারা পারফর্ম করেছে দারুণভাবে।’ ব্যাট করার সময় পেশিতে চোট পাওয়া রিজওয়ান সুস্থ আছে বলেও জানিয়েছেন বাবর।

রাকিব/এখন সময়