তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার তাদের এ সাজা ঘোষণা করা হয়।

খবর দ্য ডনের।
চলতি মাসের শুরুতে এক জবাবদিহি আদালত তাদের দুজনকে অভিযুক্ত করে।

দুর্নীতিবিরোধী ওয়াচডগের অভিযোগ, ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ও তার স্ত্রী বিভিন্ন দেশের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১০৮টি উপহার পান।
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের মাত্র আট দিন আগে এ রায় এলো।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাষ্ট্রীয় দমনপীড়নের মধ্যে প্রতীক ছাড়াই লড়ছে।
আর আগের দিন মঙ্গলবার গোপন তথ্য ফাঁস করার অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে ইমরান ও তার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইমরান ও বুশরার সরকারি কোনো পদে থাকায় ১০ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেকের ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানা হয়েছে। শুনানির সময় পিটিআই প্রতিষ্ঠাতাকে হাজির করা হলেও তার স্ত্রী আদালতে হাজির হননি।