বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন আসর শেষে। কিন্তু বিশ্বকাপের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকে আর গণমাধ্যমের সামনে আসেননি, এমনকি নেতৃত্ব ছাড়ার বিষয়েও কোনো বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে নিশ্চুপ বিসিবিও। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে জালাল ইউনুস এসব বিষয়ে পরিষ্কার করেন।

তিনি বলেন, সাকিবের দায়িত্ব ছাড়ার কথা জানে না বিসিবি। তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন টাইগার অলরাউন্ডার। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তামিম ইস্যুতেও কথা বলেছেন জালাল ইউনুস। তিনি জানান, তামিমের বিষয়ে সিদ্ধান্ত হবে জানুয়ারিতে।