এক বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে খেলেনি নিউ জিল্যান্ড। প্রথম সারির ১২ জন খেলোয়াড়ও আইপিএল খেলতে গেছেন ভারতে। দুর্বল একটি দল নিয়েই ২৬ বছর পর নেদারল্যান্ডসের বিপক্ষে এই ফরম্যাটে মাঠে নামে তারা। তারপরও অভিষিক্ত পেসার ব্লেয়ার টিকনার এবং টপ অর্ডার ব্যাটসম্যান উইল ইয়াং ও হেনরি নিকলসের ব্যাটে ৭ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ওয়ানডেতে চতুর্থ নিউ জিল্যান্ড বোলার হিসেবে অভিষেকেই চার উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ২০২ রানে আটকে দিতে ভূমিকা রাখেন ডানহাতি ফাস্ট বোলার টিকনার। কাইল জেমিসন পান ৩ উইকেট।

৪৯.৪ ওভারে অলআউট হওয়া ডাচদের পক্ষে ৬৭ রানের সেরা ইনিংস খেলেন মিচেল রিপ্পন। ৪৩ রান করেন অধিনায়ক পিটার সিলার।

লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে মার্টিন গাপটিল বিদায় নিলে নিকলসকে নিয়ে ১৬২ রানের দুর্দান্ত জুটি গড়েন ইয়াং। নিকলস ৫৭ রান করে আউট হন।

১১৪ বলে জয়সূচক বাউন্ডারি মারার সঙ্গে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও হয়ে যায় ইয়াংয়ের। ১০৩ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৮.৩ ওভারে ৩ উইকেটে ২০৪ রান করে নিউ জিল্যান্ড।

ম্যাচসেরাও হয়েছেন ইয়াং। পরের দুটি ওয়ানডে ২ ও ৪ এপ্রিল হ্যামিল্টনে।