নাছোড়বান্দা ইনজুরির দরুন টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তাসকিন আহমেদ। সাদা বলের ক্রিকেটে ফোকাস করতে চান বাংলাদেশের এই পেসার।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, তাসকিন ইতোমধ্যে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন। জবাব পাওয়ার অপেক্ষায় তিনি।

বিসিবিকে দেওয়া চিঠিতে তাসকিন অনুরোধ করেছেন, তাকে যেন শুধু সাদা বলের ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়। তিনি মনে করেন, এর ফলে তার ক্যারিয়ার দীর্ঘায়িত হবে এবং বর্তমানে যে কাঁধের ইনজুরিতে ভুগছেন, সেটি থেকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় পাবেন।

এ ব্যাপারে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘তাসকিন আমাদের চিঠি দিয়েছে। সে জানিয়েছে, লংগার ভার্সনের ক্রিকেট আর খেলতে চায় না।

বিপিএল শেষে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসব। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফিরে আসার পর তার সঙ্গেও কথা বলব।’ এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পক্ষে। পরে নির্বাচকরা তাসকিনের ব্যাপারে তাদের মতামত জানাবেন।