অভিনয়ে নিজস্ব স্টাইলের জন্য হালে নির্মাতাদের পছন্দের তালিকা অনেককে পেছনে ফেলে এগিয়ে রাশেদ মামুন অপু। ইতিমধ্যে অভিনয়ে ‘ভার্সাটাইল’ শব্দটি নিজের করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আব্বাস’খ্যাত নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’য়।

রবিবার চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। ছবিটির চিত্রনাট্যেও অপুর চরিত্রটাই এমন- বুবলীকে নিয়ে খোয়াব দেখার!

রাশেদ মামুন অপু বলেন, ‘এই ছবির প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’

নির্মাতা সাইফ চন্দন জানান, ১২ নভেম্বর থেকে তিনি অপু-বুবলীকে নিয়ে মাঠে নামবেন ‘কয়লা’র শুটিংয়ে।

চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা। সেই প্রতিভাটাকে আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। চরিত্রটির নাম স্বপন। মূলত জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে উড়িয়ে দেবেন।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। ছবিতে নায়ক চরিত্রে কে থাকছেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।

এখন সময়/শামুমো