কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর। গতকাল ১১ জানুয়ারি আমেরিকার ‘টিন ভৌগ’ নামে একটি ম্যাগাজিনের মন্তব্য কলামে একথা বলেন তিনি।

ইলহান ওমর বলেন, বিশ বছর আগে এই দিনে বন্দীদেরকে কালো কাপড়ে মাথা ঢেকে কমলা রঙের স্যুট পরিয়ে কারাবন্দি হিসেবে কুখ্যাত গুয়ান্তানামো কারাগার চালু করা হয়। এরপর থেকে এই পর্যন্ত সেখানে বন্দীদের ওপর মারাত্মক ধরনের অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। এখন সময় এসেছে এই কারাগার বন্ধ করার এবং এজন্য মার্কিন জনগণকে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান ইলহান ওমর।
ইলহান ওমর

২০০১ সালে আমেরিকা কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু লোককে ধরে নিয়ে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দী করে। তাদের বেশিরভাগই বিনাবিচারে সেখানে অবস্থান করছেন।

আইনের বৈধতা নিয়ে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কায় মার্কিন সরকার এই কারাগারকে আমেরিকার মূল ভূখণ্ডে স্থাপন না করে কিউবা উপসাগরের একটি ছোট্ট দ্বীপে প্রতিষ্ঠা করে। ওয়ান্তানামো কারাগার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বন্দী নির্যাতনের ক্ষেত্রে সারা বিশ্বের কুখ্যাত কারাগার বলে পরিচিত হয়ে ওঠে।-পিটি

এখন সময়/শামুমো