কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গত রোববার গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় নেতা ও নাগরিক সমাজের নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দিজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে।

তিনি বলেছেন, ভুক্তভোগীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো তাদের ওপর গুলি ছুড়েছে। এতে ৯ জন বেসামরিক লোক এবং চারজন হামলাকারী নিহত হয়েছে।

কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও দেশটির পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে।