শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করে বাংলাদেশ। শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করেছেন কোচ অস্কার ব্রুজন। আসরের সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন দলকে। জামাল-তপুদের কতটুকু চেনেন সদ্যই বাংলাদেশের দায়িত্ব নেয়া ব্রুজন? দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল বসুন্ধরা কিংসের দায়িত্ব পালন করেছেন তিনি। যেকারণে জাতীয় দলের খেলোয়াড়দের সামর্থ্যও জানার কথা ব্রুজনের। ভারতের বিপক্ষে কোচের কথার মান রাখলেন ইয়াসিন আরাফাতরা। দশ জনের দল নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ ব্রুজন।
ফিফা র‌্যাঙ্কিং দেখলেই দুই দলের শক্তি-সামর্থ্যরে স্পষ্ট দৃশ্য ফুটে উঠবে।
র‌্যাঙ্কিংয়ে ১০৭ নম্বরে ভারত। বিপরীতে ১৮৯তম বাংলাদেশ। প্রথমার্ধে দাপট দেখিয়ে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারতীয়রা। এরপর দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখে বিদায় নেন। দশজনের দল নিয়েই প্রতিরোধ গড়ে বাংলাদেশ। এমনকি ৭৪ তম মিনিটে এগিয়েও যায় ইয়াসিন আরাফাতের গোলে।
জয়ের পর সংবাদ সম্মেলনে এসে ব্রুজন বলেন, ‘বাংলাদেশের ফুটবল এখনও জীবন্ত। দলের সিনিয়র ফুটবলারদের ওপর আমি খুবই সন্তুষ্ট। তারা দুর্দান্ত খেলেছে। আমরা দশ জন ছিলাম, এরপরও জেতার চেষ্টা করেছি। আমার ফুটবলারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
ম্যাচের আগে থেকেই বাংলাদেশের চিন্তার কারণ ছিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। মূল লড়াইয়ে সে সুনীলকে আটকাতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। এ প্রসঙ্গে অস্কার বললেন, ‘সুনীল দুর্দান্ত খেলোয়াড়। বক্সের মধ্যে স্বল্প সময় ও জায়গা পেলে সে গোল করতে সক্ষম। সেটি আজও করেছে। আমরা তাদের বেশি সুযোগ দেইনি।’