যুক্তরাষ্ট্রের একটি কলেজ গ্রীষ্মকালীন সেমিস্টারে পর্নোগ্রাফির ওপর ক্লাসের প্রস্তাব দিয়েছে। সেই ক্লাসে শিক্ষার্থীদের একসঙ্গে নীল ছবি দেখানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। উতাহর সল্টলেকের ওয়েস্টমিনিস্টার কলেজের প্রস্তাবটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম সমালোচনার ঝড় বইছে।

এনডিটিভি জানিয়েছে, ওয়েবসাইটে এ ব্যাপারে প্রস্তাব দিয়েছিল কলেজটি।

পরে তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।
কলেজটির ‘ফিল্ম-৩০০০ : পর্ন’ কোর্সে বলা হয়েছে, কোর্সের শিক্ষার্থীরা ক্লাসে একসঙ্গে নীল ছবি দেখবে এবং জাতি, শ্রেণি এবং লৈঙ্গিক যৌনকরণ নিয়ে আলোচনা করবে।

এমনকি কলেজটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ‘পর্নোগ্রাফি অ্যাপল পাইয়ের (খাবারের নাম) মতো আমেরিকান এবং রবিবার রাতের ফুটবলের চেয়েও বেশি জনপ্রিয়। ‘

কলেজটির ওয়েবসাইটে এ ধরনের তথ্য দেখে বেজায় হাসি-তামাশায় মজেছেন নেটিজেনরা। ফেসবুকে একজন ব্যবহারকারী বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘এ কারণেই তাহলে কলেজটি বেশি টাকা নেয়। ‘

আরেকজন লিখেছেন, ‘ক্লাসে একসঙ্গে পর্নোগ্রাফি দেখার চেয়ে ফালতু আর কিছু জগতে হতে পারে না। ‘ আরেকজনের মন্তব্য, ‘এটা সম্ভবত মশকরা। এটা হতে পারে না। ‘ বাস্তবে এটি ঘটে থাকলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নিরাপদ নয় বলেও মনে করেন নেটিজেনদের অনেকে।

সূত্র : এনডিটিভি।