এক ব্যক্তি চোখের সামনে দেখেছেন ‘ডগম্যান’কে। যার অর্ধেক শরীর কুকুরের মতো, আর বাকিটা মানুষের মতো। কল্পনার এই প্রাণীকে সামনে দেখে প্রায় অচৈতন্য হওয়ার মতো অবস্থা হয়েছিল বলে দাবি।

সেই ব্যক্তির নাম জন। অস্ট্রেলিয়ার একটি হ্রদে মাছ ধরতে গিয়েছিলেন। তখন হ্রদের পাড়ের জঙ্গল থেকে অদ্ভুত একটা আওয়াজ কানে আসে। তবে সেদিকে পাত্তা দেননি জন। তারপর কায়াকের প্যাডলে চাপ দিয়ে এগোনোর সময় ফের একই আওয়াজ শুনতে পান।

প্রথমে একটু ঘাবড়ে যান তিনি। তবুও সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জনের মনে হয়েছিল, তিনি যত এগোচ্ছেন, ততই আওয়াজটাও যেন সঙ্গে চলছে। তিনি থামলে, আওয়াজটাও থেমে যাচ্ছিল। তবে শব্দটা ঠিক কোথা থেকে আসছিল, তা ঠাহর করার জন্য কায়াক নিয়ে হ্রদের মধ্যেই অপেক্ষা করেন তিনি।

নজরে আসে হ্রদের পাড়ে গাছের পিছনে বসে থাকা এক অদ্ভুত প্রাণী। জনের দাবি, ‘ওই জন্তুটির অর্ধেক শরীর মানুষের মতো, অর্ধেক কুকুরের মতো। মনে হচ্ছিল ওই জন্তুটি যেন আমাকেই অনুসরণ করছিল।’ এই দাবি যে সত্যি, তা দেখানোর জন্য প্রমাণ হিসেবে ছবি তুলেছেন তিনি। তবে আদৌ এরকম কোনও জন্তু আছে কি না, সে নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকের দাবি, মনগড়া গল্প।-সংবাদ সংস্থা

এখন সময়/শামুমো