কিয়েভের একটি স্কুলে রুশ ড্রোন হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দেশটির জরুরি পরিষেবা প্রাথমিকভাবে রাজধানী কিয়েভের দক্ষিণে হামলায় তিনজনের নিহত হওয়ার কথা জানালেও পরে আরো একজনকে মৃত্যুর খবর জানান। কিয়েভের পুলিশের প্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, ‘নিহতের মধ্যে চতুর্থজনের বয়স ৪০ বছর। তিনি একজন ড্রাইভার ছিলেন।’

কিয়েভের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে একটি উচ্চ বিদ্যালয়ে ড্রোনটি আঘাত হানে। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, স্কুল ভবনটি খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ ভবনের ছবিও প্রকাশ করা হয়। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া ইরানের তৈরি ২১টি ড্রোন দিয়ে ইউক্রেন আক্রমণ করেছে। যার মধ্যে ১৬টি গুলি করে ভূপাতিত করা হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে বলেছেন, ‘২০টিরও বেশি ইরানি ড্রোন , মিসাইল, অসংখ্য গোলাবর্ষণ… এবং এগুলো দিয়ে শুধুমাত্র এক রাতেই রুশ সন্ত্রাসীরা ইউক্রেনে হামলা চালায়।’

রাকিব/এখন সময়