আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। জুমার নামাজের পর পরই ওই বিস্ফোরণ ঘটে। রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটে।

সম্প্রতি মসজিদে শুক্রবারের নামাজকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নামাজের পর মানুষ যখন মসজিদ থেকে বেরিয়ে আসছিল, তখন একটি বিস্ফোরণ ঘটে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক, তাদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।

ইতালীয় এনজিও পরিচালিত সংস্থা ইমার্জেন্সি হাসপাতাল জানিয়েছে, তারা বিস্ফোরণের পর ১৪ লোককে পেয়েছিল। এদের মধ্যে চারজন হাসপাতালে আসার পথে মারা গেছে। বোমার বিস্ফোরণটি ঘটেছিল ওয়াজির আকবর খান এলাকায়। এটি শহরের গ্রিন জোনে ছিল। এই এলাকাটিতে অনেক বিদেশী দূতাবাস এবং ন্যাটোর দপ্তরের অবস্থান ছিল।

রাকিব/এখন সময়