মানুষ কাজে ফাঁকি দেওয়ার জন্য নানা ধরনের ফন্দি বের করে। কাজ ফাঁকি দিতে ‘সুগার’ নামের একটি ঘোড়া ঘুমের ভান করে থাকে। জিম রোজ নামে এক ব্যক্তি এক টুইট বার্তায় জানিয়েছেন, কাজ করতে মন না চাইলে মাটিতে শুয়ে ঘুমের ভান করে ‘সুগার’।

জিম রোজ লিখেছেন, সুগারকে চিনে রাখুন।

কাউকে পিঠে চড়াতে পছন্দ করে না সে। কেউ যদি সুগারের পিঠে চড়তে আসে, ঘুমের ভান করে সে শুয়ে থাকে। এমনকি তার কাছ থেকে চলে না যাওয়া পর্যন্ত সে চোখ পর্যন্ত খোলে না।
তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। জিম রোজ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে বসবাস করেন। জিম রোজ টুইটটি করার পর তা নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

টুইটারে একজন ব্যবহারকারীরা লিখেছেন, ঘোড়া সুগারের কর্মকাণ্ডে নিজেও কাজে ফাঁকি দেওয়ার উদ্দীপনা পাচ্ছি। আরেকজন মন্তব্য করেছেন, কাজে ফাঁকি দেওয়ায় সুগার আমার কাছে অনুপ্রেরণা হিসেবে থাকবে।

আরেক ব্যক্তি লিখেছেন, এই ঘোড়াটা আমিই। মজার ছলে অন্যজনের মন্তব্য, ঘোড়াটা দারুণ। অফিসেও যদি এই চালাকি কাজে দিত! আমার ওপর কেউ কিছু চাপিয়ে দিক, সেটা আমিও চাই না।
সূত্র: এনডিটিভি।

এদিকে সুগারকে শুয়ে থাকতে দেখে ভড়কে যান একজন টুইটার ব্যবহারকারী। ভেবেছিলেন, ঘোড়াটি মারা গেছে। কারণ, ঘোড়াদের কখনো শুয়ে থাকতে দেখেননি তিনি। ওই ব্যক্তি লেখেন, ‘আমি মনে করতাম মারা না যাওয়া পর্যন্ত ঘোড়ারা শোয় না। ’

তবে ঘোড়া যে অনেক সময় ঘুমানোর জন্য শুয়ে পড়ে, তা ওই টুইটের মন্তব্যের ঘরে জানিয়েছেন অনেকে। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী বিশেষজ্ঞ সুসান হ্যাজেল। তাঁর ভাষ্য, গভীর ঘুমের সময় সচরাচর ঘোড়াকে শুয়ে থাকতেই দেখা যায়।
সূত্র: এনডিটিভি।