আমেরিকার শিকাগো থেকে বিমানটি যাচ্ছিল আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে। কোভিডবিধি মেনে উড়ানের আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সব যাত্রীদের রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তাঁর পরীক্ষা হয়। পরীক্ষার ফল আসতে জানা যায় তিনি করোনা আক্রান্ত।

এরপর তড়িঘড়ি মহিলাটি চলে যান বিমানের শৌচাগারে! সাময়িক নিভৃতবাসে! মারিসা ফোটিও নামে ওই নারী সুইৎজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে সওয়ার হওয়ার কথা ছিল তার। মারিসা জানিয়েছেন, তার দু’টি কোভিড–১৯ টিকা নেওয়া হয়ে গিয়েছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি–পিসিআর এবং পাঁচবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।

পেশায় স্কুল শিক্ষিকা মারিসা বলেছেন, বিমান ওড়ার ঘন্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর মারিসা সহযাত্রীদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন। নিজেই শৌচাগারে থাকার সিদ্ধান্ত নেন। তিন ঘণ্টা সেখানেই কাটান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মারিসা। -সংবাদমাধ্যম

এখন সময়/শামুমোা