বিশ্বে প্রথমবারের মতো করোনার সংক্রমণ প্রতিরোধে নাকের টিকার নিবন্ধন করলো রাশিয়া। শুক্রবার এক টুইটে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান গামালিয়া সেন্টার এ তথ্য জানিয়েছে।

এক টুইটে প্রতিষ্ঠানটি বলেছে, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের প্রথম নাকের টিকা হিসেবে রাশিার স্বাস্থ্য মন্ত্রণালয় স্পুৎনিক ভি এর নিবন্ধন করেছে।’

গত জানুয়ারিতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছিল, নভেল করোনভাইরাস সংক্রমণের বিরুদ্ধে নাকের টিকা নাগরিকদের জন্য বরাদ্দ করা হবে এবং তিন থেকে চার মাসের মধ্যে এটি বাজারে আসবে।

গামালিয়া সেন্টারের পরিচালক আলেক্সান্ডার গিনতসবার্গ বলেছেন, ‘গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে সাধারণ ইনজেকশনের স্পুৎনিক ভি ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং নাকের টিকাও অবশ্যই কার্যকর হবে।’