যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকবাজের হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ওই এলাকা ঘিরে ফেলেন। এমনকি ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশের এলাকা লকডাউন করে রাখা হয়।

বন্দুকবাজের সন্ধানে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতা। ওয়াশিংটন পুলিশ বলেছে, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম রেমন্ড স্পেন্সার (২৩)।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য বিবেচনা করে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, ওই ভবনে হামলাকারী আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলাকারী একজন ছিল বলেই ধারণা তাদের।
সূত্র: রয়টার্স