ওমিক্রনকেও কি ঠেকাতে পারবে টিকা?‌ দেখা যাচ্ছে টিকা যাঁরা নিয়েছেন বা নেননি, উভয়ই আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। তাহলে কি ওমিক্রনকে ঠেকাতে ব্যর্থ টিকা?‌ এই প্রশ্নের জবাব দিলেন হু–র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

বিজ্ঞানী সৌম্যার কথায়, ওমিক্রনের বিরুদ্ধে টিকা কাজ করছে না, এটা বলা ঠিক নয়। টিকা যথেষ্টই কাজ করছে। টিকা নিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন বটে, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না। মৃত্যুর হারও কম। বুধবার একটি টুইট করে সৌম্যা জানালেন, ‘‌ওমিক্রনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর টি সেল প্রতিরোধ ক্ষমতা। আরও অনেক রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে টিকা। তাই দয়া করে টিকা নিন।’‌

এক এক সংস্থার টিকার কার্যকারিতা কি এক এক রকম?‌ সব সংস্থার টিকাই কি ওমিক্রন রুখতে সক্ষম?‌ এই প্রশ্নই উঠেছিল। বুধবার হু–র ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সৌম্যা সেই জবাবও দিলেন। বললেন, এক এক সংস্থার টিকার মধ্যে কার্যকারিতার সামান্য ফারাক থাকতে পারে। কিন্তু হু–র জরুরিকালীন তালিকার (‌ইইউএল)‌ যেসব সংস্থার টিকা রয়েছে, সেগুলো সবই সমানভাবে সক্রিয়। ডেল্টার মতো প্রজাতির বিরুদ্ধেও কার্যকর। কোভিডের জেরে মৃত্যুর হার কমিয়েছে।

অন্যদিকে হু হুঁশিয়ারি দিয়েছে, করোনার নতুন প্রজাতি ডেল্টা এবং ওমিক্রন যৌথভাবে চাপ তৈরি করবে। বাড়াবে সংক্রমণের হার। হাসপাতালে ভর্তি এবং কোভিডের জেরে মৃত্যুর সংখ্যাও বাড়বে। হু প্রধান টেডরোস ঘেবেয়িসাস জানিয়েছেন, ওমিক্রন মারত্মক ছোঁয়াচে। আর তার জেরে কোভিডের ‘‌সুনামি’‌ আসতে চলেছে। এর ফলে চাপ পড়বে সব দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের ওপর। ভেঙে পড়বে স্বাস্থ্য পরিকাঠামো।-সংবাদ সংস্থা

এখন সময়/শামুমো