গতকাল একদিনে ব্রিটেনে ওমিক্রনের প্রভাবে করোনা আক্রান্ত হয়েছে ৭৮ হাজারেরও বেশি মানুষ। এর দায় আমাদেরই, অর্থাৎ মানব জাতিরই, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। ঠিক সময়ে সবাই টিকা নিলে ওমিক্রনকে আটকানো যেত। বুধবার তিনি বললেন, ‘ওমিক্রনের প্রতিরোধ করা বিশ্বের হাতেই ছিল। আমাদের কাছে পর্যাপ্ত টিকা ছিল যা দিয়ে দুনিয়াজুড়ে সবার টিকাকরণ করা যেত।’

ড. স্বামীনাথন এও জানিয়েছেন, নতুন প্রজাতির বৃদ্ধির হার খুব শিগগিরই ডেল্টাকে ছাড়িয়ে যাবে। অথচ ওই ডেল্টাকেই সবথেকে সংক্রামক স্ট্রেন বলে মনে করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা পাওয়া গেছে ওমিক্রনের। সেখানে হাসপাতালগুলোতে ভিড় জমতে শুরু করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীটি এও জানিয়েছেন, ওমিক্রনের প্রভাবে সংক্রমণে চড়া বৃদ্ধি হলেও হাসপাতালে ভর্তির হার ডেল্টার চেয়ে এখনও কম। যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের অক্সিজেন সাপোর্ট এবং আরও কম সংখ্যকের ভেন্টিলেশনের প্রয়োজন পড়ছে। স্বামীনাথন জানান, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়াদের বেশিরভাগেরই টিকা নেওয়া হয়নি।

বুধবারই ইউরোপিয়ান ইউনিয়নের স্বাস্থ্য দপ্তর ECDC জানিয়েছিল এখন আর শুধুমাত্র টিকাকরণ ওমিক্রনকে আটকাতে পারবে না। ECDC-র অধিকর্তা আন্দ্রিয়া অ্যামন বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে টিকাকরণ একা ওমিক্রনের প্রভাব আটকাতে পারবে না। কারণ টিকাকরণের মধ্যে যে ফাঁক রয়েছে তা পূরণ করার কোনও উপায় নেই।’

এখন সময়/শামুমো