হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এক নেপালি শেরপা। তিনি ২৬ বারের মতো পর্বতশৃঙ্গের চূড়ায় উঠেছেন বলে রোববার নেপালি কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানী কাঠমান্ডুতে নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী জানিয়েছেন, ৫২ বছরের কামি রিতা শেরপা শনিবার আট হাজার ৪৮৮ দশমিক ৮৬ মিটার উচ্চতায় পৌঁছান। তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। পর্বতে ওঠার প্রচলিত পথটি ব্যবহার করে তিনি চূড়ায় উঠেছেন। তার সঙ্গে আরও ১০ শেরপা ছিল।

কামি রিতার স্ত্রী জাংমু জানান, তিনি তার স্বামীর অর্জনে আনন্দিত।

চলতি বছর নেপাল এভারেস্ট অভিযানের জন্য ৩১৬টি পারমিট ইস্যু করেছে। গত বছর এই সংখ্যা ছিল ৪০৮, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

২০১৯ সালে অনেক বেশি মানুষকে পর্বতারোহণের অনুমতি দেওয়ায় এবং বেশ কয়েক জন আরোহীর মৃত্যু হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল নেপালকে।