বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর ধরে ব্যাটে-বলে পারফরম করেছেন, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ইচ্ছা আছে— বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অবসরের পরও সংযুক্ত থাকার। সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হওয়ার ঘোষণা দিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনের দল বাংলা টাইগার্সের প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানান সাকিব।

বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানি না। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হব। পারি না পারি সেটি পরের কথা।’

সাকিব আরও বলেন, ‘দেখুন পাপন ভাই এতদিনে অনেক কিছু করেছে। স্বাভাবিকভাবেই তার অর্জনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তা হলে আমি সেরা কাজটা কীভাবে করব। এমন না যে, আমি কাউকে ছোট করছি। আগে যারা দায়িত্বে ছিল সবাই চমৎকার কাজ করেছেন। তারা কাজ না করলে দেশের ক্রিকেটে এত উন্নতি হতো না। তাদের অবদানের ফলেই আমরা এতদূর আসতে পেরেছি। আমি যদি আসি হয়তো অনেক বেশি কাজ করতে পারব। সব কিছু আসলে সময় বলে দেবে।’