আগামীকাল রবিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে দেখা হয়ে গেল ১৬ অধিনায়কের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে। মাঠের খেলায় ফল নিজেদের পক্ষে নেই। নিউ জিল‌্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তান ও নিউ জিল‌্যান্ডের কাছে চার ম‌্যাচেই হেরেছে। তবে এই চার ম‌্যাচে নানা পরীক্ষা-নিরীক্ষা করে সেরা কম্বিনেশন পেয়েছে বলেই দাবি সাকিব এবং টিম ম‌্যানেজমেন্টের। তাতে ভরসা পাচ্ছেন অধিনায়ক।

সাকিব যখন মেলবোর্নে। তখন ব্রিসবেনে পা রেখেছে বাংলাদেশ দল। ১৭ ও ১৯ অক্টোবর আইসিসি আয়োজিত দুইটি প্রস্ততি ম‌্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৪ অক্টোবর হোবার্টে নিজেদের প্রথম ম‌্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে এক চমকপ্রদ তথ্যই দিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলের কেউই অস্ট্রেলিয়ায় কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। এমনকি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবেরও নেই সেই অভিজ্ঞতা। সাকিব বলেন, ‘আমি মনে করি, দুর্দান্ত একটা দল পেয়েছি। বেশিরভাগ খেলোয়াড়ই নতুন, তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমিসহ দলের সবাই প্রথমবারের মতো অস্টেলিয়ায় টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

রাকিব/এখন সময়