ঋতুস্রাব মেয়েদের একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন চীনের টেনিস তারকা ছিনওয়েন জাং। চলতি ফ্রেঞ্চ ওপেনে ঋতুস্রাবে ব্যথার কারণে তাকে ম্যাচের মাঝপথে থেমে যেতে হয়েছে।

শেষ পর্যন্ত পোল্যান্ডের ইগা জিনটেকের কাছে হেরে গিয়ে বলেছেন, ‘ছেলে হয়ে জন্ম নিলেই ভালো হতো’!
বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা ইগা জিনটেকের কাছে ৬-৭(৫) ৬-০ ৬-২ সেটে হেরে যান ১৯ বছর বয়সী ছিনওয়েন জাং। সিএনএন জানিয়েছে, ম্যাচের শুরুতে তিনি কোনো সমস্যা অনুভব করেননি। কিন্তু মাঝপথে হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে যায়। তলপেটের ব্যথায় পা নাড়াতে পারছিলেন না। তখন তিনি ‘মেডিক্যাল ব্রেক’ নেন। বিশ্রাম এবং শুশ্রুষার পরও স্বরূপে ফিরতে পারেননি ছিনওয়েন জাং।

ম্যাচ হারের পর বিশ্ব র‍্যাংকিংয়ের ৭৪ নম্বরে থাকা ছিনওয়েন বলেন, ‘পা শক্ত হয়ে এসেছিল। পেটে ব্যথা করছিল। আর খেলতে পারছিলাম না। ঋতুস্রাবের এই যন্ত্রণা শুধু মেয়েরাই বোঝে। প্রথম দিনে আমার সবসময়ই প্রচণ্ড ব্যথা হয়। কিন্তু আমি তো আর প্রকৃতির বিরুদ্ধে যেতে পারব না। এখন মনে হচ্ছে, আমি যদি ছেলে হতাম, তাহলে টেনিস কোর্টে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আমি সত্যিই এমনটাই ভাবছিলাম। ‘