হলিউডে জমকালো অস্কার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের সময় চড় মারায় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন এবারের অস্কার সেরা অভিনেতা উইল স্মিথ। আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

সোমবার রাতে ইনস্টাগ্রামে এবারের অস্কার জয়ী সেরা এই অভিনেতা লিখেছেন, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইতে চাই, ক্রিস। আমার মাথা ঠিক ছিল না।

আমি ভুল ছিলাম। আমি বিব্রত। আমি যে ধরনের মানুষ হতে চাই- আমার এই কাজগুলো তার ইঙ্গিত দেয় না।
৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের দর্শক সারি থেকে মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তার আগে ক্রিস রসিকতা করে ফেলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে। বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। ১৯৯৭ সালের সেই ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথায়ও চুল নেই। কিন্তু সেটি একটি অসুখের কারণে। যে অসুখের নাম অ্যালোপেসিয়া (Alopecia)।

এ ইস্যুতেই রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে পড়েন এবং চড় মারেন ক্রিসকে। এরপর ‘কিং রিচার্ড’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পান তিনি। সেই সময় নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন।