ইসরাইলে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই আহ্বান কানে তুলেননি মিস সাউথ আফ্রিকা লালেয়া সোয়ানে এবং স্থানীয় আয়োজক সংস্থা।

এতে সোয়ানের প্রতি সমর্থন তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার।

আগামী মাসে ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এই প্রতিযোগিতা বয়কট করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটির আয়োজক সংস্থা এই সিদ্ধান্তকে সম্মান জানায়নি বলে রবিবার এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। খবর টিআরটি ওয়ার্ল্ড।

মিস সাউথ আফ্রিকাকে কোনোরকম সরকারি সহযোগিতা দেওয়া হবে না বলেও জানানো হয়।

দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মিস এসএকে ডিসেম্বরের ইভেন্ট থেকে সরে যেতে রাজি করার চেষ্টা করেছে। কিন্তু কাজ হয়নি।

ফিলিস্তিনী জনগণের প্রতি দক্ষিণ আফ্রিকার সমর্থনের ইতিহাস দীর্ঘ। ফিলিস্তিনের প্রতি ইসরাইলের আচরণকে দেশটি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের সাথে তুলনা করে।

তবে লালেয়া সোয়ানেকে সুন্দরি প্রতিযোগিতায় পাঠাতে অনড় অবস্থানে রয়েছে স্থানীয় সুন্দরী প্রতিযোগিতার আয়োজকরা। এদের দাবি, বিষয়টির সাথে রাজনীতির সম্পর্ক নেই।

এখন সময়/শামুমো