হিজাব না করায় ইরানে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, ওই নারী ‘জনসাধারণের নৈতিকতা লঙ্ঘন’ করেছেন।

ঘটনা হচ্ছে, হিজাব না করে জনসম্মুখে গিয়েছিলেন রোয়া হাশমতি নামের সেই নারী। শনিবার বিচার বিভাগের কর্মকর্তা মিজান বলেন, ‘রোয়া হাশমতি, তেহরানের ব্যস্ত জনসাধারণের জায়গায় অসম্মানজনকভাবে (আবির্ভূত হয়ে) নিজের ইচ্ছামতো চলার জন্য উৎসাহিত করছিলেন।’

তিনি আরও বলেন, ‘ তার ৭৪টি বেত্রাঘাতের শাস্তি আইন এবং শরিয়া অনুযায়ী করা হয়েছিল।’ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের সব নারীকে তাদের ঘাড় এবং মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক।

ড্রেস কোড লঙ্ঘনের জন্য বেত্রাঘাত ইরানে নজিরবিহীন। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির মৃত্যুর কারণে সরকারবিরোধী বিক্ষোভের পর বিষয়টি আরও কড়াকড়ি হয়।