ইউক্রেনের চেরনিহিভ থেকে রাশিয়ার সৈন্যদের রেখে যাওয়া বিস্ফোরক সরাতে সাহায্য করছে কুকুর। মাত্র আড়াই বছর বয়সি কুকুর ‘জ্যাক রাসেল’ রুশ সৈন্যদের রেখে যাওয়া বিস্ফোরক সরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কিয়েভের উত্তরাঞ্চলের চেরনিহিভে ইতোমধ্যেই শত শত বিস্ফোরক ডিভাইস অপসারণ করতে সাহায্য করেছে রাসেল। জানা গেছে, ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস কুকুরটিকে বিস্ফোরক সরানোর কাজে ব্যবহার করছে।

পুঁতে রাখা মাইন সরানোর কাজে দক্ষ কর্মীদের সাহায্য করছে রাসেল। বিস্ফোরকের অবস্থান শনাক্ত করে তা দেখিয়েও দিচ্ছে কুকুরটি।

জানা গেছে, মাত্র তিন মাস বয়স থেকে কুকুরটি বিস্ফোরক শনাক্ত করে তা অপসারণে সহায়তা শুরু করে। দুই বছর ধরে সফলভাবে কাজ করে আসছে সে। এবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রুশ সৈন্যদের রেখে যাওয়া বিস্ফোরক থেকে নাগরিকদের নিরাপদ রাখতে জীবন বাজি রেখে কাজ করছে রাসেল।

ইউক্রেনে ইতোমধ্যেই সে কয়েকশ মাইন অপসারণে সাহায্য করেছে।
সূত্র: বিবিসি।