ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। দেশটির খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তারা আরো জানান, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বন্দরনগরী ওডেসার একটি শক্তি কেন্দ্রে। এর ফলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওইসব এলাকাগুলো বলে জানান ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো। তিনি আরো বলেন, আবাসিক এলাকায়ও আঘাত হেনেছে রুশ বাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, ‘প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এসব শহর এবং অঞ্চলে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো এবং একটি আবাসিক ভবনকে লক্ষ্য করা হয়। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রো এবং অন্যান্য অঞ্চলেও আরো হামলার খবর পাওয়া গেছে।

 

রাকিব/এখন সময়