‘কারাবাখ বিজয়’ মেলা বসেছে আজারবাইজানের রাজধানী বাকুতে। খবর আনাদোলু এজেন্সি।

গত বছরের সেপ্টেম্বরে সীমান্ত অঞ্চল ‘নাগোর্নো কারাবাখ’ নিয়ে আজারবাইজান প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে ৪৩ দিনের যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে তুরস্ক কোনো রাখঢাক ছাড়াই আজারবাইজানকে সমর্থন দেয়। তুরস্কের ড্রোন বায়রাক্তার ব্যবহার করে যুদ্ধে আজেরি সেনারা অভূতপূর্ব সফলতা পায়। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করে।

পরে রাশিয়ার মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি চুক্তি করে।

গত বছরের সেই যুদ্ধে বিজয় উদযাপনের অংশ হিসেবে বুধবার রাজধানী বাকুতে কারাবাখ মেলা শুরু হয়েছে। এই মেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা ধরনের খাদ্য সামগ্রী, বই ও স্মারকগ্রন্থ (স্যুভেনিয়র)। কাস্পিয়ান সাগরের জাতীয় পার্কে এই মেলা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

গত বছরের যুদ্ধে আজেরি সেনার যেসব অস্ত্র, যুদ্ধাযান ব্যবহার করে মেলায় সে সবের প্রদর্শনী রাখা হয়েছে। এছাড়া ছেলে-মেয়েদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলায় অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। মেলায় সবথেকে আকর্ষণীয় আয়োজন হলো ঐতিহ্যবাহী ‘কুস্তি শো’।

এই মেলায় যে রাজস্ব আদায় হবে তা প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ‘ইয়াসাট’ ফান্ডে যাবে। কারাবাখ যুদ্ধে যেসব সেনা নিহত হয়েছে তাদের পরিবারে কল্যাণার্থে এই ফান্ড গঠন করা হয়েছে।

এখন সময়/শামুমো