সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মার্কিন-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

গতকাল ১৬ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিষিদ্ধ ও বৈধ অভিবাসনের ওপর বিধি–নিষেধ আরোপ করবেন বলে ঘোষণা দেন ট্রাম্প।

ডারহাম শহরে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকাসহ এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আসছে। তারা আমাদের দেশের রক্ত দূষিত করছে। সারাবিশ্ব থেকে তারা আমাদের দেশে ভিড় জমাচ্ছে। খবর স্কাই নিউজ।

এর আগেও এ ধরনের মন্তব্যের জন্য ট্রাম্পকে জেনোফোবিক ও নাৎসি বাহিনীর প্রতিধ্বনি বলে সমালোচনা করা হয়েছে।

সমালোচকরা বলছেন, তার এ শব্দগুলো নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কথা মনে করিয়ে দেয়। হিটলার বলতেন, ইহুদিরা জার্মানদের রক্ত দূষিত করছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং এর কাছে গতকাল শনিবারে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো জবাব দেননি।