কাজ শেষ হওয়ার পরও কাজ থেকেই যায়। অফিসের ‘বস’রা অনেক সময়ই মনে করেন, কর্মীদের যেন অফুরান সময়। অতঃপর, অফিসের কাজের সময়ের পরও আসে ফোন বা মেইল। এবার এমন সব ‘বস’-এর ‘কাজ করিয়ে নেওয়ার’ খপ্পর থেকে কর্মীদের মুক্তি দিতে নতুন আইন আনল পর্তুগাল সরকার।

এতে বলা হয়েছে, অফিসের নির্দিষ্ট সময়ের কাজ শেষে কোনও কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তার ‘বস’। কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতেই এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার। কোনও ‘বস’ যদি কর্মীর নির্ধারিত সময়ের কাজ শেষে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেন, তা হলে সেটা গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে এবং প্রয়োজনে জরিমানা করা হতে পারে।-সংবাদসংস্থা

এখন সময়/শামুমো