ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম সিরিয়ায় কারাগার থেকে পালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ২০ বন্দি। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের সামরিক পুলিশের কারাগারটি ভূমিকম্প এবং আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কারাগারে দাঙ্গা বেঁধে যায় এবং এর সুযোগে বন্দিরা পালিয়ে যায়।

সূত্র জানিয়েছে, তুর্কি-সমর্থিত সিরিয়ার বিরোধী যোদ্ধারা এই কারাগারটি পরিচালনা করে। এখানে প্রায় দুই হাজার বন্দি রয়েছে। এদের মধ্যে এক হাজার ৩০০ জন ইসলামিক স্টেটের সদস্য।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বন্দিরা পালিয়ে গেছে কিনা তা যাচাই করা যায়নি। তবে সেখানে বিদ্রোহ হয়েছিল যাতে কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ হারিয়েছিল রক্ষীরা।

রাকিব/এখন সময়