প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক’র ত্রি-বার্ষিক (২০১৪-২০১৬) নির্বাচনে ইমতিয়াজ হাসান জামাল সভাপতি ও একেএম বোরহান মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একটি প্যানেল থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফি মাহমুদ গত ১ জুন রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে আন অফিসিয়ালী বিজয়ী কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এসময় কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক’র বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন: সহ সভাপতি- মোহাম্মদ এম রহমান (ইব্রাহীম), মোহাম্মদ শামসুল হক খান, শাহজাহান কবীর (মোবারক), আব্দুল মান্নান ঢালি ও দুলাল হোসাইন মাল, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আই জাবীউল্লাহ (টগর), সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এ হাদি জিল্লু, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ কামাল উদ্দিন (দিপু), দপ্তর সম্পাদক- মোহাম্মদ এইচ রহমান (তুহিন), প্রচার সম্পাদক- মনোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক- নুরুল ইসলাম খান (ফন্নু), ধর্ম বিষয়ক সম্পাদক- মাহমুদ আই সোহাগ, আইন বিষয়ক সম্পাদক- তালাত মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক- রিয়াদ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ এস হক, মহিলা বিষয়ক সম্পাদক- দিপালী আক্তার, কার্যকরী সদস্য- মোহাম্মদ এম রহমান, আলি আক্কাস, সেলিম আহমেদ, রহমত উল্লাহ, সাঈদ কবীর, কার্তিক চন্দ্র সাহা, ফারুক সরদার, মোহাম্মদ এস ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, কে এম সুমন মিয়া, তানভির আহমেদ, চৌধুরী কাউসার, সৈয়দ আহমেদ, মোহাম্মদ হাসেম ও ফারুক ঢালী।
উল্লেখ্য, ১ জুন রোববার ছিলো প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইতিপূর্বে সমিতির কার্যকরী পরিষদের সকল পদেই একজন করে প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হচ্ছেন: আকবর চৌধুরী, নুরুল হুদা, বুলবুল মালিক ও মো: জাহাঙ্গীর কবির পিন্টু।