মাদারীপুরের রাজৈরে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক সাদ্দাম (২২) নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে। নিহত আরেকজন হলেন পিকআপ যাত্রী একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫)। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুরগামী আমবোঝাই একটি পিকআপ ও টেকেরহাটগামী সোনারবাংলা নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে পিকআপচালক সাদ্দাম নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আম ব্যবসায়ী খায়রুল ও মহাব্বত আলীকে (১৮) উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আম ব্যবসায়ী খায়রুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।