মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে তার প্রশাসন।

শুক্রবার দেশটির গণমাধ্যম সিএনএনের প্রচারিত এক প্রতিবেদনে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এ মন্তব্য করেছেন। খবর আনাদোলুর।

সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের এ টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

গত বছর প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত।

এতে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করে তার মরদেহ অ্যাসিড বা অন্য কোনো শক্তিশালী রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। তার দেহ আর পরে খুঁজে পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। বারবার সৌদি আরবকে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর তাগাদা দিলেও মার্কিন আবেদনে সাড়া দিচ্ছে না রিয়াদ।

এসব কিছু মিলে বর্তমানে বাইডেন প্রশাসনের সঙ্গে এক ধরনের টানাপড়েন চলছে সৌদি আরবের।