ভারতের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মোচওয়ালাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিধুর দুই বন্ধু আহত হয়েছেন।

পাঞ্জাবের পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কানাডাভিত্তিক গ্যাং গোল্ডি ব্র্যার এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় রবিবার দুই বন্ধুকে নিয়ে গাড়িতে করে সিধু মোচওয়ালা পাঞ্জাবের জওহর কে গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন।

ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ সিধুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে সিধুসহ ৪২৪ জনকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার একদিন পরই তাকে গুলি করে হত্যা করা হলো। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুভদীপ সিং সিধু নামের ২৮ বছর বয়সি পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মোচওয়ালা নামে পরিচিত ছিলেন। কয়েক বছরে সুপারহিট বেশ কিছু গান জনগণকে উপহার দিয়েছেন সিধু।

তার গানের ভিডিওতে বেশি বেশি পিস্তলের ব্যবহার রয়েছে। এজন্য চরম সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

সূত্র: এনডিটিভি।