ইন্দোনেশিয়ার নৌবাহিনী রোহিঙ্গা শরণার্থীবোঝাই একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে। নৌকাটি আচেহ উপকূলে ভিড়তে চেয়েছিল।

হঠাৎই রোহিঙ্গাবোঝাই নৌকার আগমন বেড়ে যাওয়ার কারণে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খবর আল জাজিরার।
সামরিক বাহিনী বলছে, কোস্টগার্ড বুধবার ইন্দোনেশিয়ার জলসীমায় প্রবেশ করা কাঠের নৌকাটি শনাক্ত করে। পরে নৌবাহিনীর জাহাজ কেআরআই বোনট্যাং-৯০৭ আচেহ উপকূল থেকে ৬৩ নটিক্যাল মাইল দূরে নৌকাটির অবস্থান শনাক্ত করে এবং তাড়িয়ে দেয়।

নৌবাহিনী তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলছে, নৌকাটি যাতে ইন্দোনেশিয়ার জলসীমায় ফিরে না আসে, তা নিশ্চিত করা হচ্ছে।

সামরিক বাহিনীর মুখপাত্র নুগরাহা গুমিলার বলেন, নৌকাটিতে কতজন ছিলেন, তা জানা যায়নি। তারা রোহিঙ্গা শরণার্থী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিকেরা ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর হাতে নৃশংস নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন। রোহিঙ্গা নির্যাতন এখন গণহত্যা তদন্তের বিষয়।

নভেম্বর থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি শরণার্থী কাঠের নৌকায় ইন্দোনেশিয়া উপকূলে ভিড়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ হিসাব দিয়েছে।