দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হলফনামায় যাদের সম্পদ বৃদ্ধির হার অস্বাভাবিক তাদের বিষয়ে নজর রাখছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও হলফনামা ধরে কমিশন কাজ করেছে। এ বিষয়ে কোনো গাইডলাইন বা নির্দেশনা থাকলে সেটি কমিশনের তরফ থেকে আসতে হবে। হলফনামায় যা দাখিল করা হয়েছে, মিডিয়ার কল্যাণে তার বেশিরভাগই সবাই জেনেছে। এখনই যে এদের ধরা হবে বিষয়টা এমন নয়। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এ তথ্যগুলো অবশ্যই কাজে আসবে।

দুদক সচিব বলেন, কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী কাজ করে। নির্বাচন আলাদা বিষয়। ভোট আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক (নির্দিষ্ট) কিছু করার সুযোগ নেই। ইসি যদি কোনো কিছু জানতে চায়, কোনো কিছু বলে সেক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে দুদক।