ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া দিল্লির বাসভবনের ওপর আজ সোমবার সকালে ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এতে সন্দেহভাজন কিছু পাওয়া যায় নি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদির বাসভবন নো ফ্লাইং জনের অন্তর্ভুক্ত, এতে কোনো বিমান বা ড্রোন ওড়ানোর অনুমতি নেই।

ইন্ডিয়া টুডে বলছে, আজ ভোর পাঁচটা নাগাদ ওই ড্রোন উড়তে দেখা যায়। তবে কারা এই ড্রোন ব্যবহার করেছে তা নিয়ে কিছুই জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, ড্রোন ওড়ার ব্যাপারে ভোর পাঁচটা নাগাদ তাদের খবর দেয় স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ। মোদির নিরাপত্তার দায়িত্বে থাকে এই বিশেষ বাহিনী।

ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর অজ্ঞাত বস্তুর উড়তে থাকা নিয়ে আমরা তথ্য পাই। এরপরেই তল্লাশি অভিযান চালানো হলেও কোনো বস্তুর সন্ধান মিলেনি। এ নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমেও যোগাযোগ করা হয়। তারাও উড়ন্ত কোনো বস্তু শনাক্ত করতে পারেনি।

তবে মোদির বাসভবনের ওপর ড্রোন উড়ানোর ঘটনা নিয়ে-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।