জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ চীন সফর বাতিল করেছেন।
চীনে অনুষ্ঠিতব্য বিশ্ব পরিবেশ সম্মেলনে যোগ দিতে ২০ তারিখে এরশাদের চীনে যাবার কথা ছিলো। সোমবার রাতে জাতীয় পার্টির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পরবর্তী সময়ে তিনি চীন যেতে পারেন বলে জানায় সূত্রটি।
সূত্র জানায়, তবে হুসেইন মুহম্মদ এরশাদ চীন না গেলেও আগামী ১৮ সেপ্টেবর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। তবে তিনি শ্রীলঙ্কা কী কারণে যাচ্ছেন তা জানা যায়নি।
উল্লেখ্য হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্ব পরিবেশ সংস্থার কো-চেয়ারম্যান। তাকে বিশ্ব পরিবেশ সংস্থার পক্ষ থেকে ২৩ ও ২৪ আগস্ট চীনে অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিলো। আমন্ত্রণ গ্রহণ করে এরশাদ ২০ তারিখ তার চীন রওনা হবেন বলে জানিয়েছিলেন।