স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মাদ্রিদের ক্লাব অ্যালেতিকোকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।

টানা তিন ম্যাচে কোনো গোল করতে না পারা বার্সা অবশেষে গোল পেল। কোপা দেলরেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠেই লা লিগায় জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। এরপর গত সপ্তাহে লিগে গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ে তারা। কাল বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। প্রথম একাদশে থাকা ফেরান তোরেস ম্যাচের ৪৪তম মিনিটে গোলটি করেছেন রাফিনহার পাস থেকে।

তোরেসের এই একটা গোলই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক গোল। এই জয়ের ফলে লা লিগার শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল। রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। ৩০ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৬। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট রিয়ালের। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেতিকো।

রাকিব/এখন সময়