ফিলিস্তিনের পশ্চিম তীরে আলজাজিরার একজন সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। এ ঘটনায় আরেক সাংবাদিক আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে যান শিরীন আবু আকলেহ।

এ সময় ইসরায়েলি বাহিনীর গুলি লাগে তার মাথায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।
তবে সাংবাদিক নিহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এক ভিডিওতে দেখা গেছে, তার মাথায় গুলি লেগেছে।

সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, শিরীন ছিলেন দারুণ দক্ষ একজন সাংবাদিক।
সূত্র : আলজাজিরা।