ফিলিস্তিনিদের প্রতি উপনিবেশবাদী আচরণ করছে ইসরাইল। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। দ্য গার্ডিয়ানের কাছে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। খবর আরব নিউজের।

তিনি বলেন, ইসরাইল এক প্রকার উপনিবেশবাদী আচরণ করছে। ইহুদিদের জন্য একের পর এক জমি দখল করেই যাচ্ছে। এর মাধ্যমে বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।

এদিকে ইসরাইলি হামলায় প্রতিনিয়ত মরছে অনেক ফিলিস্তিনি। বোমা হামলা আর রকেট হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অসংখ্য ফিলিস্তিনি বসতি।

গত তিন দিনের সংঘর্ষে এক ইসরাইলিসহ ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।