বিশ্বব্যাংক পদ্মাসেতুর অভিভাবক : ওবায়দুল কাদের

শনিবার সকালে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প সাইড পরিদর্শন কালে মাওয়া পয়েন্টে মন্ত্রী এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, চলতি বছরেই পদ্মা সেতুর মূল কাজ বাস্তবে দৃশ্যমান হবে। বর্তমান সরকার পদ্মা সেতুতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল আল মামুন, স্বরাষ্ট্র সচিব সি.কিউ.এম মোস্তাক আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল প্রমুখ।
উল্লেখ্য, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মাওয়া পয়েন্টের সরকারি রেস্ট হাউজের সভাকক্ষে সাংবাদিক ও স্থানীয় নেতা-কর্মীদের সাথেও মতবিনিময় করেন।