কালেরকণ্ঠের সম্পাদকসহ তিনজনের নামে আ’লীগ নেতার মামলা

রোববার দুপুরে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, কালেরকণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম ও বিশ^বিদ্যালয় প্রতিবেদক রোকন রাকিব। শুনানি শেষে বিচারক মোর্শেদা আসগর মামলাটি গ্রহণ করেন। পরে আগামী ১ জুনের মধ্য আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন বিচারক।
বাদি পক্ষের আইনজীবী ঈমাম হাসান জানান, গত ১৭ এপ্রিল দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় শিরোনামে প্রথম পৃষ্ঠার ২ এর কলামে এবং ৮ নং পৃষ্ঠার ১ নম্বর কলামে ‘আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ডাবলু সরকারকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই এধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি প্রকাশিত হওয়ায় ডাবলু সরকারের সম্মানহানী হয়েছে। এঘটনার সুষ্ঠু বিচারের চেয়ে তার মক্কেল ডাবলু সরকার রোববার ওই মামলাটি দায়ের করেন।