কথা ছিল

মোবাশ্বির হাসান শিপন
কথা ছিল মুঠো মুঠো স্বপ্ন পরিধির নোঙর
ভালোবাসার পলি জমে
ফুলে-ফেঁপে অনাবাদী চরে একদিন সবুজের আবাদ কেড়ে নিবে অনুর্বর সময়।
নাটাইয়ের সূতার ভাঁজে লুকিয়ে থাকা আমাদের স্বপ্ন মোড়ানো গল্পগাথা;
আকাশ ছোঁয়া ঘুড়ির টানে
সৌরমণ্ডলের রুপালী রোদ্দুরে বিবর্ণতা মুছে
অপরিমিত আনন্দের চাষ হবে।
হায়! মানুষের কথারও মৃত্যু হয়, জন্ম হয়,
রূপান্তরে রঙ বদলে পরবাসী হয়;
বায়ূর ভেলায় বুদবুদ শূন্যে মিলায়।