আপাতত ছোটপর্দাতেই ব্যস্ত রিয়াজ…

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ বেশকিছুদিন চলচ্চিত্রে কাজ করা থেকে বিরত থাকলেও এখন তিনি ছোটপর্দায় অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। তবে ছোটপর্দায় কাজ করলেও মানসিকভাবে বড়পর্দায় ফেরার পুর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরইমধ্যে ছোটপর্দায় বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন রিয়াজ। সর্বশেষ চিত্রনায়ক রিয়াজ লিটু সাখাওয়াতের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘সুন্দরীতমা’ নাটকে অভিনয় করেছেন। এ নাটকে রিয়াজ ‘ঈশান’ চরিত্রে অভিনয় করেছেন। নাটকে তার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। কেমন লাগলো ‘সুন্দরীতমা’ নাটকটিতে কাজ করতে? জবাবে রিয়াজ বলেন, ‘ সত্যি বলতে কী পরিচালক কিংবা আমার কোআর্টিস্ট যেভাবে পরিকল্পনা করে আমরা লোকেশনে গিয়েছিলাম সেভাবে কাজটি করতে পারিনি। কিন্তু তারপরও পরিচালক সকাল আহমেদ যে মেধার পরিচয় দিয়ে নাটকটি নির্মাণ করেছেন তাতে এতোটুকু আমি বলতে পারি এই নাটকের গভীরে দর্শক প্রবেশ করবেন। অনেক চমৎকার একটি গল্পের নাটক এটি। ’ পরিচালক সকাল আহমেদ জানান আসছে ঈদে নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে। এর আগে একই পরিচালকের ‘এক বছর পরের সন্ধ্যা’ নাটকে অভিনয় করেছেন রিয়াজ। এটি গত পহেলা বৈশাখে আরটিভিতে প্রচার হয়। পাশাপাশি সুমন ধরের পরিচালনায় ‘গল্পে গল্পে ভালোবাসা’ নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে বেশ কয়েকবছর বিরতির পর চিত্রনায়ক রিয়াজ অভিনয়ে ফিরেছেন মোহন খানের রচনায় ও পরিচালনায় টেলিফিল্ম ‘ভালোবাসার এক ফোটা জল’ ও নাটক ‘গাঙচিলের ঠিকানা’তে অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে আছেন রোমানা। এদিকে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ে ফিরবেন জেনে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে বেশ জোরালো আলোচনা চলছে। সবদিক বিবেচনা করেই রিয়াজ আবারো পূর্ণোদ্যমে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠবেন। সর্বশেষ গত ভালোবাসা দিবসে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে তাকে দেখা গেছে। এতে তার কোআর্টিস্ট ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক আমিন খান। চিত্রনায়ক রিয়াজ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ূন আহমেদ পরিচালিত ‘দুই দুয়ারী ’ ছবিতে অভিনয় করে। এরপর তিনি একই সম্মাননা অর্জন করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ও চন্দন চৌধুরী পরিচালিত ‘কী যাদু করিলা’ ছবিতে অভিনয় করে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ছবি : আরিফ আহমেদ