আজীবন সম্মাননা পাচ্ছেন শর্মিলী আহমেদ

এবার আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন কিংবদন্তী অভিনেত্রী শর্মিলী আহমেদ। ‘ক্রিয়েটিভ মিডিয়া লি.-বিনোদন ধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৩’ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এই সম্মাননা অর্জন করতে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি (প্রধান অতিথি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও ক্রিয়েটিভ মিডিয়ার চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীরের হাত থেকে শর্মিলী আহমেদ আজীবন সম্মাননা গ্রহণ করবেন। আগামী ২০ মে বিকেল চারটায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন ,‘ বিষয়টি নিশ্চয়ই আমার কাছে অনেক ভালোলাগার। কারণ একজন শিল্পী হিসেবে আজীবন কাজই করে গেছি। বিনিময়ে দর্শকের ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। কোন সংগঠন কর্তৃক আজীবন সম্মাননা শিল্পীর কাজের স্পৃহাকে যেমন বাড়িয়ে দেয় ঠিক তেমনি ব্যক্তি জীবনে চলার পথকে অনেক বেশি মসৃনও করে তোলে। আমি সত্যিই আজ আনন্দিত।’ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সভাপতিত্ব করবেন বিনোদন ধারা সম্পাদক আবুল হোসেন মজুমদার। এদিকে গত ১১ মে ‘বিশ্ব মা দিবসে ’ শর্মিলী আহমেদ আয়েশা মেমোরিয়াল স্পোশালাইজড হসপিটালের পক্ষ থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। গত ১৪ মে চ্যানেল আইতে তার অভিনীত পারভীন সুলতানা দিতি পরিচালিত মা দিবসের বিশেষ নাটক ‘তুমি আমার মা’ প্রচার হয়। এতে তিনি দিতির মায়ের চরিত্রে অভিনয় করেন।
ছবি : আরিফ আহমেদ