অভিবাসন আইন প্রয়োগে মানবিক হওয়ার নির্দেশ ওবামার

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি দেশের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ হোমল্যান্ড সিকিউরিটিকে অভিবাসন আইন প্রয়োগ আরও মানবিকভাবে করার উপায় বার করার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজ বলছে প্রেসিডেন্ট ওবামা বৃহষ্পতিবার কংগ্রেসে হিসপেনিক ককাসের সদস্যদের সংগে এক বৈঠকে এই ঘোষণা দেন।
আইন প্রয়োগের মাধ্যমে বেআইনীভাবে বসবাসকারীদের আমেরিকা থেকে বহিষ্কারের জন্য ল্যাটিনো দলগুলো মিঃ ওবামার সমালোচনা করেছে যখন দেশের অভিবাসন সংস্কার আইনটি সার্বিকভাবে পরিক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেসের বিবেচনায় রয়েছে।
কংগ্রেসের প্রতিনিধি সভার রিপাবলিকান আইন প্রণেতাদের কারণে আইনটি প্রধানত আটকে আছে তবে দলের নেতারা বলেন, নভেম্বর মাসে কংগ্রেসের নির্বাচনের আগে এই বিষয়টি সামনে এগিয়ে নেওয়া হয়ত সম্ভব হবে না।
উল্লেখ্য অভিবাসন সংস্কার আইনটি গত জুন মাসে সেনেটে পাশ হয়েছে।
সূত্র: ভিওএ
চ
চে